গুলিস্তানের শহীদ মতিউর পার্কে সিটি করপোরেশনের অভিযান
একদিকে রশিদ দিয়ে ফি আদায়, আরেক দিকে উচ্ছেদ অভিযান- এ যেনো স্ববিরোধী আচরণ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। এটি রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের ভেতরে অভিযান পরিচালনার ঘটনা। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকালে হওয়া এই অভিযানে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করে সিটি করপোরেশন। হকারদের অভিযোগ ফি দিয়ে গাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত তারা। রশিদ দিয়ে টাকা তুলে মালামাল রাখলে ব্যবস্থা নেয়ার কথা জানায় সিটি করপোরেশন।