ভাষা শহীদ আবদুস সালাম স্মরণে গ্রন্থাগার এখন জরাজীর্ণ
ফেনীর দাগনভূঞায় ভাষা আন্দোলনে শহীদ আবদুস সালামের স্মৃতি রক্ষার্থে ২০০৮ সালে নির্মাণ করা হয় 'ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে ঝকঝকে একতলা ভবনের ১১টি আলমারিতে হাজার তিনেক বই ঠাসা থাকলেও নেই কোন পাঠক। ভাষার মাস ছাড়া গ্রন্থাগারটি খোলাও হয় না নিয়মিত।