বগুড়ার পুরাতন যন্ত্রপাতির মার্কেটে মাসে পাঁচ কোটি টাকার ব্যবসা
যুগের সাথে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটেছে। চাষাবাদ, শস্য মাড়াই, সংরক্ষণ সব কিছুতেই লেগেছে যন্ত্রপাতির আধুনিকতার ছোঁয়া। তবে এসব যন্ত্রপাতি বিকল হলে ছুটতে হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে। কিন্তু সব ব্রান্ডের নতুন যন্ত্র মিলছে না। তখন একমাত্র ভরসা পুরাতন যন্ত্রপাতির মার্কেট। বগুড়ার পুরাতন যন্ত্রপাতির মার্কেটে প্রতি মাসে বেচাকেনা হয় প্রায় পাঁচ কোটি টাকা। তবে ভ্যাটের বেড়াজালে প্রসার পাচ্ছে না এই ব্যবসা।