পুঁজির অভাবে গৌরব হারাচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শাঁখা শিল্প
পুঁজির অভাবে গৌরব হারাতে বসেছে মানিকগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী শাঁখা শিল্প। মাত্র ১৫ থেকে ২০টি পরিবার সুনিপুণ হাতে এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টাও করে যাচ্ছেন। তবে, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের।