স্পেসএক্স স্টারশিপ: নাটকীয় অবতরণে লঞ্চপ্যাডে ফিরে এলো বুস্টার
সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠালো স্পেস এক্স। তবে, যে বিষয়টি ঘিরে আলোচনা তুঙ্গে তা হলো, প্রথমবারের মতো রকেট উড্ডয়নে সাহায্যকারী বুস্টার আবারও ফিরে এলো লঞ্চপ্যাডে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা সংস্থা স্পেস এক্সের প্রত্যাশা, ভবিষ্যতে এই মহাকাশযানই চাঁদে আর মঙ্গলে নিয়ে যাবে মানুষকে।