নারী ফুটবল লিগ এবার বিরতিতে; সময়সীমা বাড়ায় ক্লাবগুলো চিন্তিত
সূচি পরিবর্তনের পর এবার বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে চিন্তিত দলগুলো। জাতীয় দলের ক্যাম্প ও অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগ বিরতির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। যদিও ক্ষতিপূরণ হিসেবে দলগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না ক্লাব কর্তারা।