চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে তাকে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। এর পর সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেয়া হবে বলে জানা গেছে। তার সঙ্গে মেডিকেল টিমের সদস্য হিসেবে যাচ্ছেন ৭ জন চিকিৎসক। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।