ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, জেনে নিন নিয়ম
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে ঢাকা কর্তৃপক্ষ (ডিটিসিএ - DTCA)। স্থায়ী মেট্রোরেলের র্যাপিড পাস (Rapid Pass) ও এমআরটি পাস (MRT Pass) রিচার্জ করার জন্য আর স্টেশনের লাইনে দাঁড়াতে হবে না! এখন থেকে আপনি ঘরে বসেই (Recharge from Home) আপনার মেট্রোরেলের কার্ডে টাকা নিতে (রিচার্জ - Recharge) পারবেন (Online Recharge)। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে (Online Recharge Service) এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।