রেল-বিভাগ

অবৈধ লেভেল ক্রসিংয়ের বিষয়ে উদাসীন রেল বিভাগ

নিয়ম নীতির তোয়াক্কা না করেই রেল লাইনের ওপর ইচ্ছে মতো তৈরি হচ্ছে চলাচলের পথ। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি অবৈধ এসব লেভেল ক্রসিংয়ের বিষয়ে উদাসীন রেল বিভাগও। কুমিল্লা অঞ্চলের ২৩৫ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা তিন শতাধিক। যার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ।

চিলাহাটি স্টেশনের ৯৮ শতাংশ কাজ শেষ

উত্তরাঞ্চলের বাণিজ্যের নতুন দুয়ার খুলতে যাচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাধ্যমে। ১২৪ কোটি টাকা ব্যয়ে আইকনিক ভবনের পাশাপাশি স্টেশন ইয়ার্ডের কাজ শেষ হলে এখানেই আনলোড করা যাবে ভারত থেকে আসা পণ্য। ফলে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়ীদেরও খরচ বাঁচবে অনেকাংশে। জুনে শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। রেল বিভাগ বলছে, এরইমধ্যে ৯৫ থেকে ৯৮ শতাংশ কাজ শেষ।