পিরোজপুরের কচা নদীর পাড় ঘেঁষে শুঁটকি তৈরির ব্যস্ততা চলছে। বঙ্গোপসাগর থেকে মাছ আহরণের পর অধিকাংশ জেলেরা ছুটে আসে পাড়েরহাট মৎস্য বন্দরে। এই বন্দরকে কেন্দ্র করে পাশেই গড়ে উঠেছে শুঁটকি পল্লী। উন্নতমান ও ফরমালিন মুক্ত হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে।