উপমহাদেশে শবে বরাতের প্রচলন যেভাবে শুরু
একটি রজনীর জন্য অপেক্ষা একটি বছরের। এ রাত প্রার্থনার, একে অপরের সঙ্গে স্নিগ্ধ আলিঙ্গনের। পাপমোচনের এই রাতে আছে সম্প্রীতি, যা ধর্মভীরুদের কাছে ভাগ্যরজনী। ব্রহ্মাণ্ডের মহাশক্তিমানের করুণা পেতেই বিনিদ্র ইবাদতে নিমজ্জিত থাকে মুসল্লিরা।