বগুড়ায় ঈদে ৪০০ কোটি টাকার সেমাই বিক্রির আশা
স্বাদে-মানে সেরা বগুড়ার প্রসিদ্ধ চিকন সেমাই আর লাচ্ছা। দেশের বাইরেও ছড়িয়েছে সুনাম। ঈদের সকালে ভোক্তার পাতে সেমাই পৌঁছাতে প্রায় সব প্রস্তুতি নিয়েছেন সেমাই প্রস্তুতকারীরা। গেল বারের তুলনায় সেমাই-লাচ্ছার উৎপাদন খরচ বাড়লেও পাইকারিতে বিক্রি হচ্ছে আগের দামেই। এ বছর প্রায় ৪০০ কোটি টাকার সেমাই বিক্রির আশা বগুড়ার ব্যবসায়ীদের।