রাসেল'স-ভাইপার  

নির্বিচারে রাসেল'স ভাইপার নিধনে ক্ষতির মুখে কৃষি অর্থনীতি

নির্বিচারে রাসেল'স ভাইপার নিধনে ক্ষতির মুখে কৃষি অর্থনীতি

রাসেল'স ভাইপারের খোঁজে দল বেধে হানা দেয়া হচ্ছে সাপের বাসস্থানগুলোতে। ফলে প্রভাব পড়ছে পরিবেশে। বিশ্লেষকরা বলছেন, প্রতিটি প্রাণিই প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে সাপ নিধনে বাস্তুতন্ত্রে ও কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সাপ ধরা, বহন করা ও মারা হলে জেল জরিমানার যে বিধান রয়েছে তা প্রয়োগের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

রাসেল'স ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন: স্বাস্থ্যমন্ত্রী

রাসেল'স ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। উপজেলা পর্যায় থেকে সব হাসপাতালে সাপের ভ্যাকসিন রয়েছে বলেও জানান তিনি। প্রকৃতি ও পরিবেশ নষ্ট হওয়ার কারণেই রাসেল ভাইপার লোকালয়ে বেশি দেখা যাচ্ছে বলে সেমিনারে জানান বিশেষজ্ঞরা।