১২শ' কোটি টাকার তীর রক্ষা প্রকল্প নিয়ে প্রশ্ন
কোনভাবেই থামছে না নদী দূষণ। বর্ষাকালে কিছুটা ব্যবহার উপযোগী হলেও শুষ্ক মৌসুমে রাজধানীর চারপাশের নদীর পানির বিষ যেন কমছেই না। গৃহস্থালি ও রাসায়নিক বর্জ্যের পাশাপাশি শুধু তৈরি পোশাক শিল্প থেকে ৭২ রকমের ক্ষতিকর পদার্থ গিয়ে মিশছে বুড়িগঙ্গা-তুরাগে। নদী শুকিয়ে চরে পরিণত হওয়ায় ঢাকার চারপাশে চলমান প্রায় ১২শ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।