ইউক্রেন-রাশিয়া যুদ্ধের হাজারতম দিন: যুদ্ধ বন্ধের নেই কোনো ইঙ্গিত
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১০০০ তম দিন পেরিয়ে গেলেও পাওয়া যাচ্ছে না যুদ্ধ বন্ধের ইঙ্গিত, প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। যদিও মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর সহস্র দিন অতিবাহিত হওয়ায়, নানা আয়োজনের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। যুদ্ধকবলিত মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা ছাড়াও অভিনব এসব আয়োজনে চোখে পড়েছে সাধারণ মানুষের সম্পৃক্ততা। এদিকে, মধ্যপ্রাচ্যে নিজেরা আগ্রসন চালালেও ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইসরাইল।