রাজমিস্ত্রী তোফাজ্জল হত্যা: ভালুকায় হাসিনা-কাদেরসহ ৩৯৫ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় মিছিলে অংশ নেয়া রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ৭ মাস পর তোফাজ্জলের মিছিলের সহযোদ্ধা মো. শরিফ মিয়া বাদী হয়ে আজ (শুক্রবার, ২১ মার্চ) ভালুকা মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ২৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।