মস্কোসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি ইউক্রেনের
রাশিয়ার রায়াজান প্রদেশের তেল শোধনাগার ও রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল হামলার দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর। রয়টার্স বলছে, একযোগে ১২১টি ড্রোন ব্যবহার করে এই 'ডিপ স্ট্রাইক অপারেশন' চালিয়েছে ইউক্রেন।