আড়াইশ' বছরের পুরোনো রাজধানী নগরী তেহরান আর থাকছে না ইরানের রাজধানী। সরে যেতে পারে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে। একে দুশ' বছরের জনসংখ্যা বিস্ফোরণ, তার ওপর পানি ও বিদ্যুতের ঘাটতি। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়াই বিকল্প মনে করছে ইরান সরকার।