রাইসব্রান তেলে রপ্তানি কমেছে ২ কোটি ডলারের বেশি
রপ্তানি বাজারে বড় ধাক্কায় পড়েছে ধানের কুড়া থেকে তৈরি ভোজ্যতেল রাইসব্রান অয়েল। এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ২ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৩৯২ ইউএস ডলার। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারছে না বগুড়ার রাইস ব্রান। তবে, সম্প্রতি টিসিবি থেকে রাইসব্রান অয়েল কেনায় কিছুটা স্বস্তি মিলেছে মিলগুলোতে।