'যৌক্তিক দাম' সম্পর্কে জানেন না খোদ কৃষিমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে মাছ-মাংস, ডাল ও সবজিসহ ২৯টি নিত্যপণ্যের 'যৌক্তিক দাম' দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এই খবর জানেন ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই। তবে দাম নির্ধারণের এই খবর জানেন না খোদ কৃষিমন্ত্রী। ২৯টি পণ্যের দাম কার্যকর বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, এ বিষয়ে তার জানা নাই।