নেতানিয়াহুতে 'বিশ্বাস' নেই, আসলেই কি গাজা যুদ্ধ শেষ হচ্ছে?
আগ্নেয়াস্ত্রের নীরবতা শান্তি নয়। অবরোধে ইতি টানলে তবেই সম্ভব গাজায় শান্তি প্রতিষ্ঠা। নইলে যুদ্ধে সমাপ্তির সম্ভাবনা শূন্য। বিশ্লেষকরা বলছেন, কোনো অবস্থাতেই বিশ্বাস করার সুযোগ নেই নেতানিয়াহুকে। জিম্মিরা ফিরলেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির শর্তে যেকোনো অজুহাতে শেষ মুহূর্তে ফের বিশ্বাসঘাতকতা করবে ইসরাইল। আবার শুরু হবে যুদ্ধ।