চব্বিশ ঘণ্টা আল্টিমেটামের পর শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশসহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যুগ্ম সচিব এস.এম মাসুদুল রহমান জানান, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করে জাতীয়করণ করা হবে। তবে আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান সচিব।