সাপ্তাহিক কাজের রিপোর্ট জমা না দিলে, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের আবারও চাকরিচ্যুত করার হুমকি দিলেন সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যারা সরকারের জন্য কাজ করছে না তাদের খুঁজে বের করতে সহায়তা করবে মাস্কের এমন পদক্ষেপ। একইসঙ্গে, বিভিন্ন সাহায্য সংস্থার পাশাপাশি ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাইয়েরও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন ২৩ লাখ সরকারি চাকরিজীবীরা। এদিকে, মার্কিন সিভিল সার্ভিস পরিচালনাকারী সংস্থা বলছে, মাস্কের ই-মেইলের জবাব দেয়া বাধ্যতামূলক নয়।