বড় ধরনের খনিজ চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন। শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে চুক্তি সই করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, ইউক্রেনের খনিজ সম্পদ থেকে ৫০ হাজার কোটি ডলার তুলে আনার দাবি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ওয়াশিংটন। তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অন্যতম প্রধান দাবি সামরিক নিরাপত্তার নিশ্চয়তা আপাতত দিচ্ছে না ট্রাম্প প্রশাসন।