শহরজুড়ে যেন বইছে স্বস্তির সুবাতাস। ফাঁকা শহর সাথে পরিচ্ছন্ননগরী। নেই বিরক্তিকর যানজট আর চিরচেনা ব্যস্ততা। অসংখ্য মানুষ ছেড়েছে রাজধানী ঢাকা, তাই ঈদে যেন ছুটি মিলেছে শহরেরও। ফাঁকা নগরকে অনেকেই উপভোগ করছে।