লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৪ মার্চ) সকালে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।