ফেনীর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে ফেনী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিশাল চরাঞ্চল মৎস্য চাষের নামে দখল করে নিয়ে গেছে ভূমি দস্যুরা। ফলে আবহমান কাল থেকে চরাঞ্চলে বসবাস কারী গরু-মহিষ ও ভেড়ার শতাধিক খামারিরা চারণভূমি হারিয়ে চরম বিপাকে পড়েছে। অপরদিকে নদী ও খাল দখল হয়ে যাওয়ায় জেলে পাড়ার শত শত মৎস্যজীবী জেলে পরিবার গুলো তাদের আদিপেশা ছেড়ে অন্য পেশায় নিজেদেরকে সম্পৃক্ত করতে না পেরে অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করছে।