বিগ ব্যাশ: রিশাদের খেলা কবে কখন, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (Big Bash League - BBL) নতুন মৌসুমের পর্দা উঠছে আজ (রোববার, ১৪ ডিসেম্বর)। বাংলাদেশ সময় সোয়া ২টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গত মৌসুমের ফাইনালিস্ট পার্থ স্কর্চার্স (Perth Scorchers) এবং সিডনি থান্ডার (Sydney Thunder)।