ধর্ষক ও রাস্তাঘাটে নারী নিপীড়কের বিরুদ্ধে সরকার কোনো ছাড় না দেবার সিদ্ধান্তে আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ধর্মের নাম করে মোরাল পুলিশিং করা যাবে না বলেও জানান তিনি। আজ (বুধবার, ১২ মার্চ) বিকেলে সচিবালয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণবিরোধী মঞ্চের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।