সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে আশার আলো দেখছে পরিবার
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্ত এগোতে দেয়নি। এমন অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৩ বছর উপলক্ষে সকালে এক সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন হত্যাকাণ্ডের তদন্তে বাধাদানকারীদের নাম টাস্কফোর্সের প্রতিবেদনে আসবে। এত বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারাকে রাষ্ট্রীয় ব্যর্থতা বলেন তিনি।