মূলধন-সংকট

অস্তিত্ব হারাচ্ছে ঋণ-লোকসানে জর্জরিত ন্যাশনাল টি-কোম্পানি

ভোগবিলাস আর দুর্নীতিকেই দুষছেন সংশ্লিষ্টরা

ব্যাংক ঋণ আর লোকসানে টালমাটাল ন্যাশনাল টি-কোম্পানি। মূলধন সংকটে শ্রমিকদের বেতন দিতে না পারা প্রতিষ্ঠানটির বাগানগুলোতে দেখা দিয়েছে সংকট। গেলো ৫ বছরে ২১৫ কোটি টাকা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। সংকট দীর্ঘায়িত হলে সামাল দিতে হবে আরও ১১০ কোটি টাকার ধাক্কা। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বারস্ত হয়েছে প্রতিষ্ঠানটি। চা সংশ্লিষ্টদের দাবি, কর্মকর্তাদের ভোগবিলাস আর দুর্নীতির কারণেই নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে।