পুকুর বা জলাশয় নয়, বাড়ির ছাদে মুক্তা চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন যশোরের অভয়নগরের তরুণ আব্দুর রহমান। বর্তমানে ৬ হাজার ঝিনুকে মুক্তা চাষ করছেন তিনি।