মিনিকেট-চাল
রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ স্বাভাবিক হলেও ক্রেতা সমাগম কম
চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ পণ্য সরবরাহ স্বাভাবিক হলেও ক্রেতা কম। কমেছে মুরগির মাংস ও ব্রয়লার মুরগির ডিমের দাম। মাছের দাম নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন ক্রেতা-বিক্রেতা। নিত্যপণ্যের দাম বাড়ার তালিকায় রয়েছে চাল ও ডাল।
কার্যকর হয়নি চালের বস্তায় জাত-দাম লেখার সরকারি নির্দেশনা
চালের বস্তায় ধানের জাত, মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক করা হলেও এখনও হাট-বাজার ও আড়তে কার্যকর হয়নি সরকারি সেই নির্দেশনা। বিক্রেতারা বলছেন, মিল মালিকদের কাছ থেকে নির্দেশনাযুক্ত চালের বস্তা হাতে পাননি তারা। অন্যদিকে মিল মালিকদের দাবি, কিছু জটিলতা থাকায় এখনও কার্যকর করা যায়নি। নতুন মোড়কে চাল আসতে সময় লাগতে পারে আরও দুই সপ্তাহ।