বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘনার পর পরই শিশুসহ দু’জন নিহত হয়। এ ঘটনায় আরো দু’জন আহত হন, পরে গুরুতর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।