মাস্টারপ্ল্যান
নগরপিতা থেকে প্রশাসক—সব আমলেই রাজধানীর জলাবদ্ধতায় ভোগান্তি

নগরপিতা থেকে প্রশাসক—সব আমলেই রাজধানীর জলাবদ্ধতায় ভোগান্তি

একটু বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরীর বিভিন্ন সড়কে। নগরপিতা থেকে প্রশাসক— সব আমলেই আছে জলাবদ্ধতা নিয়ে রাজধানীবাসীর ভোগান্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে; আশির দশকের পর থেকে এ পর্যন্ত নেয়া হয়েছে প্রায় ৬টি মাস্টারপ্ল্যান। তবে এর কোনটিই এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। ঢাকার দুই সিটি কর্পোরেশনের অবহেলায় রয়ে গেছে জলাবদ্ধতা।

দখল-ভরাটে ঢাকায় দেড় যুগে বিলুপ্ত ১২-১৫টি খাল

দখল-ভরাটে ঢাকায় দেড় যুগে বিলুপ্ত ১২-১৫টি খাল

গত দেড় যুগে ভরাট, দখল আর অবকাঠামোর চাপে ঢাকায় বিলুপ্ত হয়েছে ১২-১৫টি খাল। নথিতে উল্লেখ্য থাকলেও বাস্তবে এসব খাল নেই। অবশিষ্টগুলোর অবস্থাও বেশ নাজুক। মূলত অপরিকল্পিত নগরায়নে হারিয়ে গেছে খালের অধিকাংশ অংশ। পরিবেশ উপদেষ্টা জানান, নগরের জলাশয় ঘিরে একটি মাস্টারপ্ল্যান রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, নগর বাঁচাতে এসব খাল শিরা উপশিরার মতন কাজ করে।