বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তার এই উদ্বেগ ও মন্তব্যের প্রতিবাদে অন্তবর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে সরকার।