রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো
লেবাননে ইসরাইলের হামলায় প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি। বৈরুতের কাছের উপশহর দাহিয়েতে বোমা হামলার তীব্রতা বাড়ায় বন্ধ হয়ে গেছে সেখানকার সব হাসপাতাল। বাধ্য হয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে রোগীদের। রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের অন্য হাসপাতালগুলো। অন্যদিকে রয়েছে ইসরাইলের হামলার আতঙ্ক।