তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬, আহত দুইশ'
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬ এবং গুরুতর আহত প্রায় দুইশ' জনে দাঁড়িয়েছে। তীব্র শীতের মধ্যে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। হতাহতের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালানোর নির্দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তিব্বতে ভূমিকম্প আঘাত হানার পর কম্পন অনুভূত হয়েছে নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশেও। তবে এসব দেশে এখন পর্যন্ত অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।