রক্তনালী কিংবা মূত্রথলির মতো দেহের জটিল অংশে টিউমার বা ক্যান্সার হলে নির্ভুলভাবে অস্ত্রোপচার কিংবা ওষুধ প্রয়োগের লক্ষ্যে মাইক্রো রোবট আবিষ্কার করেছে একদল গবেষক। মূত্রথলিতে টিউমার আছে এমন এক ইঁদুরের সফল পরীক্ষা চালানোর পর, এবার মানবদেহেও চালানো হচ্ছে গবেষণা।