ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ২টা থেকে পরের দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক জবাই করা পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। দুই সিটি করপোরেশন মিলে বর্জ্য সরানোর কাজে নিয়োজিত থাকবে প্রায় ১৯ হাজার জনবল।