বইমেলার ভেতরে ও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা, যা দেখে মনে হতে পারে এটি বাণিজ্যিক কোন মেলা প্রাঙ্গণ। ফুচকা, চটপটি থেকে শুরু করে পান-সুপারি, সবই মিলছে মেলাতে। প্রবেশপথে হকারদের জটলায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। বাংলা একাডেমিও যেন নীরব দর্শক।