কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ এক সময়ের খরস্রোতা নদী নরসুন্দা। এক সময় নদীতে ভিড় করত বড় বড় মহাজনী নৌকা। ছিল অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম মাধ্যম। কিন্তু দখল-দূষণ আর বাধে নদীটি এখন মৃত প্রায়। এটি পুনরুদ্ধারে বিভিন্ন সময় নানা প্রকল্প হাতে নিলেও বাস্তবায়িত হয়নি শতভাগ। নরসুন্দায় পানিপ্রবাহ নিশ্চিতসহ নদীকেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ শহর বাস্তবায়ন দেখতে চায় কিশোরগঞ্জবাসী।