সারা দেশে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট, রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা
সারা দেশে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ ভ্যাকসিন নিতে আসছেন। হাসপাতালের পরিচালক বলছেন, বর্তমানে যে পরিমাণ টিকা মজুত আছে, তা দিয়ে আর সপ্তাহখানেক চালানো সম্ভব। বেসরকারিভাবেও দেশের বেশিরভাগ জেলায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।