কে জিতবেন ২০২৪ ফিফা ব্যালন ডি'অর?
২০২৪ ফিফা ব্যালন ডি'অর মর্যাদার ট্রফি কে জিতবেন? অতীতে এ নিয়ে আগেভাগে পরিষ্কার ধারণা পাওয়া গেলেও, এবারে ভেসে বেড়াচ্ছে নতুন নাম। মেসি-রোনালদোর আধিপত্য নেই আসন্ন ব্যালন ডি'অর । তবে, কি মেসি-রোনালদোর যুগে অবসান ঘটিয়ে নতুন কেতনের আগমন ঘটতে যাচ্ছে ফুটবল বিশ্বে। গোল ডটকমের ব্যালন ডি'অরের প্রকাশিত তালিকা তো তাই বলছে।