পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা
নেত্রকোণার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।