১০ দফা দাবিতে আমরণ অনশন কলকাতার জুনিয়র চিকিৎসকদের
কলকাতায় নারী চিকিৎসক হত্যার সুষ্ঠু বিচার ও স্বাস্থ্যখাতে দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের জেরে এবার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন আর জি করের অর্ধশত সিনিয়র চিকিৎসক। গেল রোববার (৬ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভয়ের সংস্কৃতি দূর করাসহ ১০ দফা দাবিতে আমরণ অনশন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে, মঙ্গলবার (৮ অক্টোবর) পুলিশের অনুমতি উপেক্ষা করে ধর্মতলার মহামঞ্চ পর্যন্ত মহামিছিল করে কলকাতা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা!
ভারতে আরজি কর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা। বুধবার (৪ সেপ্টেম্বর) পুরো শহরের আলো নিভিয়ে মোমবাতি হাতে বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের হাজারও নারী। এদিকে, বিক্ষোভে অংশ নিয়ে বীভৎসতা শিকার ইন্টার্ন চিকিৎসকের পরিবার জানান, ঘটনা ধামাচাপা দিতে তাদের ঘুষ দিতে চেয়েছিলো পুলিশ। এদিকে, পুলিশের প্রধান কার্যালয়ের সামনে আজও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।