অসময়ের বৃষ্টি ও খরায় দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস
গত শীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে ডুবে থাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবার বইছে ভয়ংকর অগ্নিঝড়। বছর খানিক আগে বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করা সেই নগরীতেই আজ পানির অভাবে দাবানলের আগুন নেভাতে হিমশিম অবস্থা। অসময়ে চলমান বিধ্বংসী দাবানলের জন্য গত শীতে হওয়া অসময়ের বৃষ্টিকে দায়ী করছেন গবেষকরা। বলছেন, শীতে অতি বৃষ্টির পর বর্ষার সময়টা খরার মধ্য দিয়ে পার হওয়ায় অনেক গাছপালা জন্মানোয় এবারের শীতে দাবানলের মঞ্চ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস।