বর্ধিত ভ্যাট পুনর্বিবেচনায় অন্তর্বর্তী সরকারের প্রতি ফখরুলের আহ্বান
অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে কর আরোপে মনোযোগী হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছে দরিদ্র জনগোষ্ঠী। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লুটপাটের বাজেট থেকে সরে এসে জনগণের চাহিদা বিবেচনায় অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল। সাধারণত জনগণের খরচ না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প থেকে ব্যয় কমানোর পরামর্শ দেন তারা। বর্তমান পরিস্থিতিতে ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি বিএনপির।