ভয়ের মাঝেই আনন্দ: হ্যালোইনের রহস্যময় জন্মকথা
অন্ধকার নেমে আসে, আলো জ্বলে কুমড়ার ভেতর। রাস্তাজুড়ে মুখোশ, পোশাকে ভূতেদের মেলা। চারপাশে ভয়ের সঙ্গে মিশে থাকে উৎসবের উচ্ছ্বাস। এই একদিন যেন মানুষ আর ভূতের সীমারেখা মুছে যায়! প্রতি বছরের মতোই আজও বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে ‘হ্যালোইন’। রহস্য, ভয় আর আনন্দে ভরা এক উৎসব। কিন্তু প্রশ্ন জাগে, এই ভূতুড়ে উদযাপনের সূচনা কোথা থেকে? কবে, কীভাবে শুরু হয়েছিল এই অদ্ভুত রীতির গল্প? এ নিয়েই বিস্তারিত থাকছে এ প্রতিবেদনে।