অমর একুশে বইমেলায় তরুণ বিক্রয়কর্মীরা শুধু বই বিক্রি করাই নয় বরং গড়ে তোলেন বই পড়ার সংস্কৃতিও। পাঠকদের পরামর্শ দেয়া কিংবা বইয়ের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি করা সবই করে থাকেন তারা। তাইতো তাদের অংশগ্রহণে প্রতিবছর বইমেলা পায় ভিন্নমাত্রা।